৬ জিবি র‌্যামের ফোন আসুসের জেনফোন ৩

বাজারে আসতে চলেছে আসুসের জেনফোন ৩। জেনফোন সিরিজে তিনটি ফোন আছে। এগুলো হলো-জেনফোন ৩, জেনফোন ৩ আল্ট্রা এবং জেনফোন৩ ডিলাক্স। আন্তর্জাতিক বাজারে এই ফোনগুলোর দাম যথাক্রমে-৪৯৯ ডলার, ২৪৯ ডলার এবং ৪৭৯ ডলার। ভারতের বাজারে ফোনটি আজ অবমুক্ত করা হবে।

আসুস জেনফোন ৩ ডিলাক্সে আছে ৫.৭ ইঞ্চির ফুল এইচডি সুপার অ্যামোলিড ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৯২০×১০৮০ পিক্সেল। এই ফোনটিতে আছে ৬ জিবি র‌্যাম। বিল্টইন মেমোরি ২৫৬ জিবি। এর রিয়ার ক্যামেরা ২৩ মেগাপিক্সেলের। ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের। ফোনটির প্রসেসর কোয়ালকম ৮২১।

জেনফোন ৩ তে আছে ৫.৫ ইঞ্চির সুপার আইপিএস প্লাস ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০×১৯২০ পিক্সেল। ফোনটি দুইটি ভার্সনে পাওয়া যাবে। একটিতে আছে ৩জিবি র‌্যাম এবং ৩২ জিবি বিল্টইন মেমোরি। অন্যটিতে আছে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি বিল্টইন মেমোরি। এই ফোনটির রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। এতে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬২৫ অক্টাকোর প্রসেসর।


অন্যদিকে সাশ্রয়ী দামের ফোন জেনফোন ৩ আল্ট্রাতে আছে ৬.৮ ইঞ্চির ডিসপ্লে। এতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫২ প্রসেসর। ফোনটিতে দুইটি র‌্যাম ভার্সনে পাওয়া যাবে। এগুলো হলে-৩ জিবি, ৪ জিবি ভার্সন। এছাড়াও ৩২ জিবি, ৬৪ জিবি এবং ১২৮ জিবি বিল্টইন মেমোরি ভার্সনেও ফোনটি পাওয়া যাবে। এর রিয়ার ক্যামেরা ২৩ মেগাপিক্সেলের। ব্যাটারি ৪৬০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের।

Comments